ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

ফরসা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনকে আনুশকার না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, জুলাই ৩১, ২০১৫
ফরসা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনকে আনুশকার না

বলিউড তারকাদের অনেকেই ত্বক ফরসা হওয়ার ক্রিমের প্রচারণায় যুক্ত হয়েছেন। তবে আনুশকা সে পথে যেতে চান না।

তার সাফ কথা, ‘বর্ণবিদ্বেষী, সামাজিক গোঁড়ামি ও যৌনগন্ধী ধ্যানধারনার ছড়ানো পণ্যের বিক্রি বাড়ানোর বিজ্ঞাপনচিত্রে কাজ করবো না। মডেল হিসেবে কখনও বলবো না এটা ভুল অথবা সঠিক। ’

গায়ের চামড়া সাদা করে কিংবা উজ্জ্বলতা বাড়ায় বলে দাবি করা ক্রিমের প্রচারে নারাজ আনুশকা। তার ভাষ্য, ‘যেসব ক্রিম মাখলে ফরসা হওয়া যাবে বলে গ্যারান্টি দেওয়া হয়, সেসবের প্রচারে থাকবো না। ’

আনুশকাকে প্যান্টিন শ্যাম্পুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে। এ দায়িত্ব পেয়ে খুশি তিনি। চুলের ব্যাপারে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘যখন এনএইচ১০ ছবির কাজ করছিলাম, আমার চুলগুলো বেশ রুক্ষ্ম লেগেছিলো। ওই অবস্থা থেকে উত্তরণে অনেক কন্ডিশনার ব্যবহার করেছি। ’

এদিকে ক্যারিয়ারে ঝকঝকে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে খুশি আনুশকা। তার সাফল্যের সূত্র জানাতে গিয়ে সততার কথা উল্লেখ করেছেন তিনি। তার কথায়, ‘নিজের পছন্দমতো ছবি করতে পারছি। এতেই আমি খুশি। আর সততাই আমাকে শক্তি জোগায়। ’

বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।