ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

চুরি গেছে সোনার হার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জুলাই ৩১, ২০১৫
চুরি গেছে সোনার হার! ‘সৈকতে কয়েকজন ও একজন’ নাটকে রওনক হাসান ও সোহানা সাবা

কে চুরি করলো ওটা? সন্দেহের তীর অনেকের দিকেই। একদল মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্র।

যারা কঙ্কাল কেনার টাকা খরচ করে বেড়াতে এসেছে। সন্দেহের তালিকায় আছে চুন্নুও। স্ত্রী সঙ্গে ঝগড়া করে যে চলে এসেছে কক্সবাজারে।

আর হারটা চুরি গেছে, তিনি হলেন সোহানা সাবা। রওনক-সাবা নবদম্পতি। বিয়ের আগে, বহুদিন ধরে টাকা জমিয়ে স্ত্রীকে হারটা কিনে দিয়েছিলেন রওনক। এ দম্পতির কাছে ওটা তাই খুবই গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ গল্পেও। এ হার চুরিকে কেন্দ্র করেই ঘুরেছে ‘সৈকতে কয়েকজন ও একজন’ নাটকটির গল্প। রওনক হাসান ও সোহানা সাবা অভিনয় করেছেন এতে। আরও আছেন আব্দুল্লাহ রানা। দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। লেখা খাইরুল হেলালের, পরিচালনা করেছেন নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ।

মাছরাঙা টেলিভিশনে আজ শুক্রবার (৩১ জুলাই) রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।