ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

হঠাৎ নেমে গেলো অজয়ের রক্তচাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জুলাই ৩০, ২০১৫
হঠাৎ নেমে গেলো অজয়ের রক্তচাপ অজয় দেবগণ

নিজের আগামী ছবি 'দৃশ্যম'-এর প্রচারণা নিয়ে ব্যস্ত অজয় দেবগণ। ভারতের এই শহর থেকে ওই শহর দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

এ কারণে দিল্লিতে পৌঁছে চিকিৎসকের শরণাপন্ন হতে হলো তাকে।

জানা গেছে, উড়োজাহাজে চড়ার পর থেকে অস্বস্তি বোধ করছিলেন অজয়। আর বিমান অবতরণের পর ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলেন না বলিউডের এই অভিনেতা। তাই হোটেলে ঢুকেই চিকিৎসককে ডেকে পাঠান তিনি।

পরীক্ষা করে দেখা গেছে, অজয়ের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কয়েক শতাংশ নেমে গেছে। এ কারণে তাকে তিন দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পারিবারিক চিকিৎসক অবশ্য একধাপ এগিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে তাতে কান না দিয়ে ওষুধ খেয়ে ঠিকই ছবির প্রচারণা করেছেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা।

নিশিকান্ত কামাত পরিচালিত 'দৃশ্যম' মুক্তি পাবে আগামীকাল ৩১ জুলাই। এতে অজয়ের সহশিল্পী টাবু, শ্রিয়া স্মরণ ও রজত কাপুর।

বাংলাদেশ সময় : ১৩১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।