ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

জেলে সঞ্জয় দত্তের জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জুলাই ২৯, ২০১৫
জেলে সঞ্জয় দত্তের জন্মদিন সঞ্জয় দত্ত

৫৬ বছরে পদার্পণ করলেন সঞ্জয় দত্ত। এখন তার দিন কাটে পুনের ইয়েরওয়াড়া কারাগারে।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে ৪২ মাসের সাজা ভোগ করছেন তিনি। এ কারণে জেলেই জন্মদিন কাটাতে হচ্ছে তাকে।

আজ ২৯ জুলাই কারাগারেই উদযাপন করা হয়েছে সঞ্জুবাবার জন্মদিন। কয়েদিরা সবাই মিলে যতোটা সম্ভব আনন্দে রেখেছেন তাকে। এ ছাড়া তার সঙ্গে সাক্ষাতের বিশেষ অনুমতি পেয়েছেন স্ত্রী মান্যতা দত্ত। যমজ সন্তান ইকরা ও শাহরান এবং ঘনিষ্ঠ বন্ধুদের শুভেচ্ছা নিয়ে গেছেন তিনি।

আগে একই মামলায় আরও ১৮ মাস কারাবন্দি থাকতে হয়েছে সঞ্জয়কে। এরপর সুপ্রিম কোর্ট তাকে আরও সাড়ে তিন বছর কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।