ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

আসিফের গানে এ আর রহমানের যন্ত্রশিল্পীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জুলাই ২৮, ২০১৫
আসিফের গানে এ আর রহমানের যন্ত্রশিল্পীরা আসিফ আকবর / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসিফ আকবরের গাওয়া নতুন একটি গান প্রকাশ হলো ইউটিউবে। এর শিরোনাম ‘শোক সমাবেশ’।

এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শ্রীলঙ্কান হিপহপ শিল্পী ইরাজ বীরারত্নে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, গানটির সঙ্গীতায়োজনে বাজিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের যন্ত্রশিল্পীরা।

গানটির কথা লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। মিক্সিং হয়েছে কলম্বোতে, মাস্টারিং হয় আমেরিকায়। সব মিলিয়ে রীতিমতো দক্ষযজ্ঞ।

নতুন গান প্রসঙ্গে আসিফ বলেছেন, ‘কণ্ঠশিল্পী কনার ভিডিও অ্যালবাম প্রকাশের সময় ইরাজ বীরারত্নের সঙ্গে পরিচয় হয় আমার। তাকে একদিন আমার বাসায় নেমন্তন্ন করেছিলাম। এর দুই বছর পর হঠাৎ ফোন দিয়ে তিনি এই গানটি করার প্রস্তাব দিলেন। শিবলী ভাই অদ্ভুত সুন্দর একটা লিরিক লিখেছেন। একটু অন্যরকম গান এটি। কম্পোজিশানও আলাদা। ভিডিও তৈরি হলে গানটি পূর্নতা পাবে। ’

জানা গেছে, ২৭ বছর বয়সী ইরাজ বাংলাদেশি শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে আগ্রহী। ‘শোক সমাবেশ’ তারই অংশ।

* আসিফের গাওয়া ‘শোক সমাবেশ’ গানের অডিও :


বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।