ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

কর্তব্যরত বাবা হৃতিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুলাই ২৭, ২০১৫
কর্তব্যরত বাবা হৃতিক!

সুজান খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর থেকে সন্তানদের জন্য হৃতিক রোশনের দিনরাত হয়ে গেছে একাকার। বলিউডের কাজকর্ম নিয়ে তাকে এমনিতেই দৌড়ের ওপর থাকতে হয়, তবুও দুই ছেলে হৃহান ও হৃধানকে নিয়ে ঘুরতে যেতে ভোলেন না ৪১ বছর বয়সী এই তারকা।



এই তো ক’দিন আগেই বাপ-বেটারা মিলে প্রেক্ষাগৃহে দেখে এলেন হলিউডের অ্যানিমেটেড ছবি ‘ইনসাইড আউট’। তাদের সঙ্গে ছিলো আরও কয়েকজন শিশু। গাড়ি থেকে নেমে সিনেমা হলে ঢোকা ও বেরিয়ে আসার সময় নিজের সন্তানদের হাত ছাড়েননি ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

ব্যক্তিগত ও পেশাদার জীবনকে সমানতালে কীভাবে সামলাতে হয় তা যে হৃতিক ভালোই জানেন, তা বুঝতে বাকি নেই!

হৃতিক এখন আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় ‘মহেঞ্জোদারো’ ছবির কাজ করছেন। এটি মুক্তি পাবে আগামী বছরের ১২ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।