ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

মালদ্বীপে বিপাশা-করণের অবকাশযাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুলাই ২৭, ২০১৫
মালদ্বীপে বিপাশা-করণের অবকাশযাপন

‘অ্যালোন’ মুক্তির পর থেকে আর অ্যালোন অর্থাৎ একা নেই বিপাশা বসু। ছায়াসঙ্গীর মতোই তার পাশে আছেন ছবিটির সহশিল্পী করণ সিং গ্রোভার।

দু’জনে ভারতের বেশকিছু জায়গায় ঘুরেছেন। ছবিও তুলেছেন। এবার উড়াল দিলেন ভিনদেশে।

মালদ্বীপে একসঙ্গে অবকাশযাপন করলেন বিপাশা ও করণ। এ যাত্রায়ও তাদের সঙ্গী ঘনিষ্ঠ বন্ধু দীনি পান্ডে ও রকি এস। গতকাল রোববার (২৬ জুলাই) দ্বীপ দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘মালদ্বীপের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। ’

বিপাশা আর করণ এখন প্রেমে হাবুডুব খাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। যদিও দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। এর আগে জন অ্যাব্রাহামের সঙ্গে দীর্ঘ ৯ বছর মন দেওয়া-নেওয়ার সম্পর্ক ছিলো বিপাশা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।