ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

২০০ কোটির ক্লাবে ‘বজরঙ্গি ভাইজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জুলাই ২৬, ২০১৫
২০০ কোটির ক্লাবে ‘বজরঙ্গি ভাইজান’ সালমান খান ও হারশালি মালহোত্রা

৯ দিন লাগলো, ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। এর মধ্য দিয়ে ছবিটি পেছনে ফেললো আমির খানের ‘পিকে’ আর ‘ধুম থ্রি’কে।

ওই দুটি ছবিরও ২০০ কোটি রুপি আয় করতে ৯ দিন লেগেছিলো। তবে সল্লুর ছবিটি ৯ দিনে আয় করেছে ২১৭ কোটি ৮২ লাখ রুপি।

গত বছর ‘পিকে’ আর শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পাশাপাশি সালমানের ‘কিক’ও ২০০ কোটির ক্লাবে ঢুকেছিলো। ২০০ কোটির অভিজাত ক্লাবে আছে তার এ দুই ছবি।

কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ গত ১৭ জুলাই মুক্তির পর সবচেয়ে দ্রুত সময়ে ১০০ কোটি রুপি আয় করে যুক্ত হয় ‘পিকে’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পাশে। এক সপ্তাহে এটি আয় করে ১৮৪ কোটি রুপিরও বেশি। পাকিস্তানেও প্রথম সপ্তাহে ৩৮ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে এই ছবি।

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানের পাশাপাশি অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, কারিনা কাপুর খান ও শিশুশিল্পী হারশালি মালহোত্রা।

বাংলাদেশ সময় : ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।