ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

ঐশ্বরিয়া-আরাধ্য দু’জনই অসুস্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুলাই ২৩, ২০১৫
ঐশ্বরিয়া-আরাধ্য দু’জনই অসুস্থ

আরাধ্য বচ্চনের জন্মের পর থেকে তার দিক থেকে মনোযোগ সরাননি ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই কাজ করেননি পাঁচ বছর।

সম্প্রতি আবার চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। এ কারণে মাকে ছাড়াই দিনের বেশিরভাগ সময় কেটেছে আরাধ্যর।

অবশ্য একসঙ্গে একাধিক কাজ করা ঐশ্বরিয়ার কাছে নতুন কিছু নয়। তাই নিজের নতুন ছবি ‘জাজবা’র দৃশ্যধারণ আর পরিবার সামলেছেন সমানতালে। এর মধ্যে স্বামী অভিষেক বচ্চনের দলকে সমর্থন জানাতে গিয়েছিলেন প্রো-কাবাডি লীগেও। এই দৌড়াদৌড়ির কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

শুধু অ্যাশেই নন, তার কন্যাসন্তান আরাধ্যর শরীরও ভালো নেই। অসুস্থ হয়ে পড়েছে সে-ও। তাই মা-মেয়ে দু’জনকেই ওষুধ খেতে হচ্ছে প্রতিদিন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।