ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

নাচ শিখছেন শহিদের বউ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, জুলাই ২৩, ২০১৫
নাচ শিখছেন শহিদের বউ শহিদ কাপুর ও মিরা রাজপুত

শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুতের গতিবিধির দিকে অনেকেরই নজর। তিনি কী করতে যাচ্ছেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই যেন।

সবার জন্য চমকানোর মতোই এক গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি শহিদের সঙ্গে এক শরীরচর্চা কেন্দ্রে দেখা গেছে মিরাকে। এরপর বলিউডের এই অভিনেতার বন্ধু নৃত্যশিল্পী বোসকোর পাশেও ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, মিরা এখন তার কাছেই নাচ শিখছেন। এমনও শোনা যাচ্ছে, বলিউডের ছবিতেও কাজ করার ইচ্ছা আছে এই ২১ বছর বয়সীর।

গত ৭ জুলাই দিল্লির মেয়ে মিরাকে বিয়ে করেন শহিদ। তাদের দুই পরিবারই ধর্মীয় সংগঠন রাধা সোয়ামি সতসং বিয়াসের একনিষ্ঠ অনুসারী। সেখানে তাদের প্রথম দেখা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।