ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

এমা ওয়াটসনকে অপহরণের চেষ্টা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, জুলাই ২১, ২০১৫
এমা ওয়াটসনকে অপহরণের চেষ্টা এমা ওয়াটসন

শিরোনামটা কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়। সত্যি সত্যিই এমা ওয়াটসনকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিলো।

এ নিয়ে ছক কষেছিলো তারই অভিনীত ছবির সেটের দুই পরিচ্ছন্নকর্মী।

জানা গেছে, এমা তখন সারের শেপারটন স্টুডিওতে ব্যস্ত ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির রিমেক নিয়ে। এ সময় এক ট্যাক্সিচালক ওই দুই সাফাইকর্মীর আলোচনা শুনে প্রোডাকশনের লোকজনকে জানান। ফলে সতর্ক থাকায় বেঁচে যান ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। আর ভেস্তে যায় অপহরণের পরিকল্পনা।

অবশ্য ডিজনি কর্তৃপক্ষের দাবি, এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি। এমাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তবে তার মেকআপ ভ্যানের বাইরে বিশাল দেহের দু’জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

এমার সঙ্গে এমন কাণ্ড আগেও ঘটেছে। চার বছর আগে ‘নোয়া’ ছবির দৃশ্যধারণ চলাকালে সেটে ঢুকে পড়েছিলো এক আগন্তুক। এরপর ‘হ্যারি পটার’ তারকার পিছু লেগেছিলো ওই ব্যক্তি। পরে তাকে শনাক্ত করা হয়।

ডিজনির রিমেক ছাড়াও এমার হাতে আছে ‘দ্য সার্কেল’। এতে তার সহশিল্পী হলিউড তারকা টম হ্যাঙ্কস।
Emma_watson
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।