ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

এক মাসে মৌসুমীর ডাবল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জুলাই ২১, ২০১৫
এক মাসে মৌসুমীর ডাবল মৌসুমী হামিদ

অবশেষে বড় পর্দায় হাজির হচ্ছেন মৌসুমী হামিদ। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র।

তা-ও একটি নয়, দু’টো। ৭ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক মানি’। পরের সপ্তাহেই ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ব্ল্যাকমেইল’। একই মাসে দু’টি ছবি মুক্তির খবরে জনপ্রিয় এই অভিনেত্রী এখন বেশ উচ্ছ্বসিত।

‘ব্ল্যাক মানি’ পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। এতে মৌসুমীর নায়ক সায়মন। আরও আছেন কেয়া। অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ ছবিতে তার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও ববি।

ছবি দু’টি মুক্তি পেলে এবারই প্রথম বড়পর্দায় মৌসুমীর উপস্থিতি হবে। এর আগে তিনি ‘না-মানুষ’, ‘হাডসনের বন্দুক’ ও ‘জালালের গল্প’ ছবিগুলোতে অভিনয় করেছিলেন। কিন্তু কোনোটাই এখনও সিনেমা হল পর্যন্ত পৌঁছায়নি। অভিনয় ছাড়াও মৌসুমী নেচেছেন ‘মেন্টাল’ ছবির আইটেম গানে। এটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।




বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।