ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

যে ছবি বিপাকে ফেলেছে ম্যাডোনাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুলাই ১৬, ২০১৫
যে ছবি বিপাকে ফেলেছে ম্যাডোনাকে ম্যাডোনা

মেঝেতে শুয়ে আছেন ম্যাডোনা। তার পা ম্যাসাজ করে দিচ্ছে দুই দত্তক সন্তান ডেভিড রিচি ও মার্সি জেমস।

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করতেই বেজায় ‍বিপাকে পড়েছেন মার্কিন এই পপসম্রাজ্ঞী।

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ম্যাডোনা ও তার দুই সন্তানের স্থিরচিত্রটিকে ঘিরে চলছে সমালোচনা। অনেকের অভিমত, দত্তক সন্তানদের ভৃত্য হিসেবে ব্যবহার করছেন ৫৬ বছর বয়সী এই তারকা। কারণ তারা কৃষ্ণাঙ্গ! দু’জনেরই বয়স ৯ বছর।

অনেকে এমন মন্তব্যও করেছেন, ৫২ কোটি মার্কিন ডলারের মালিক ম্যাডোনা চাইলে পেশাদার লোকজনকে দিয়ে ম্যাসাজ করাতে পারতেন। ভক্তরা অবশ্য তাদের প্রিয় তারকাকে সমর্থন দিচ্ছেন। কারণ এটাকে তারা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা হিসেবেই দেখছে।

দত্তক সন্তানদের পাশাপাশি ম্যাডোনার আরও দুই সন্তান আছে। তাদের মধ্যে রোকোর (১৪) বাবা বিখ্যাত এই গায়িকার প্রাক্তন স্বামী নির্মাতা গাই রিচি। আট বছর সংসার করার পর ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়। আর বড় মেয়ে লর্ডেসের বাবা ম্যাডোনার প্রথম স্বামী কিউবান অভিনেতা কার্লোস লিওন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।