ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

২১ কোটি রুপি দিয়ে যা কিনলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, জুলাই ১৬, ২০১৫
২১ কোটি রুপি দিয়ে যা কিনলেন ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসেবে সবাই জানে। ‘জাজবা’ ছবির মাধ্যমে এ বছর রূপালি পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

প্রচারের আলো আর ক্যামেরার লেন্সের বাইরে অ্যাশ একজন বিনিয়োগকারীও।

জানা গেছে, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে ২১ কোটি রুপি লগ্নি করেছেন বচ্চন-বধূ। এর আয়তন সাড়ে পাঁচ হাজার স্কয়ার ফুট। এখানে আছে পাঁচটি শোবার ঘর। গত সপ্তাহে এটি ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর নামে নিবন্ধন করা হয়। তিন টাওয়ারের কমপ্লেক্সটির প্রতি স্কয়ার ফুটের দাম ৩৮ হাজার রুপি।

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ মুক্তি পাবে আগামী ৯ অক্টোবর। এতে ঐশ্বরিয়ার সহশিল্পী ইরফান খান ও শাবানা আজমি।

বাংলাদেশ সময় : ০০৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।