ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

টেনিস থেকে অভিনয়ে সেরেনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, জুলাই ১৪, ২০১৫
টেনিস থেকে অভিনয়ে সেরেনা

মাত্রই ষষ্ঠ উইম্বলডন জিতেছেন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে ক্যারিয়ারের ২১তম গ্রান্ড স্ল্যাম জিতলেন তিনি।

এর মধ্যে খবর এলো, মার্কিন এই টেনিস তারকা কাজ করতে যাচ্ছেন হলিউডে।

‘পিক্সেলস’ নামের ছবিটি পরিচালনা করবেন ক্রিস কলম্বাস। তার ঝুলিতে আছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারারস স্টোন’, ‘হোম অ্যালোন’, ‘মিসেস ডাউটফায়ার’-এর মতো দুনিয়া কাঁপানো ছবি।

টেনিস কোর্টে আলো ছড়ানো সেরেনার কেতাদুরস্ত হিসেবেও সুনাম আছে। রূপালি পর্দায়ও তার প্রতিফলন থাকবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
বি‌এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।