সংগীত, মালাবদল আর বিয়ে-পরবর্তী অানুষ্ঠানিকতার পর জাঁকালো আয়োজনে হয়ে গেলো শহিদ কাপুর-মিরা রাজপুতের বিবাহোত্তর সংবর্ধনা। বলিউডে নিজের বন্ধুবান্ধব আর পছন্দের শিল্পীর জন্য এর আয়োজন করেন শহিদ।

* শহিদ পরেছিলেন বন্ধু কুনাল রাওয়ালের ডিজাইন করা কালো রঙা স্যুট। আর মনীশ মালহোত্রার ডিজাইন করা নীল-সাদার সম্মিলনে সবার নজর কাড়েন মিরা রাজপুত।

* গোলাপি রঙা শাড়ি পরে কঙ্গনা রনৌত ছিলেন আকর্ষণের কেন্দ্রে।

* রানী গোলাপি আর সোনালি পাড়ের শাড়িতে দারুণ মানিয়েছেন প্রীতি জিনতা।

* সোনম কাপুর গায়ে জড়া ময়ূরপাখার মতো নীল-সবুজ আনারকলি।

* রূপালি সুতার কারুকাজ করা আনারকলিতে শ্রদ্ধা কাপুর।

* আলিয়া ভাট বেছে নিয়েছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা ও বেগুণি রঙা লেহেঙ্গা।

* শহিদের মা নীলিমা আজিম পরেন গোলাপি রঙা আনারকলি।

* অমিতাভ বচ্চন পরেন কালো রঙা বন্ধগলা পোশাক। শহিদের বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে আড্ডা দিয়েছেন ৭২ বছর বয়সী এই অভিনেতা।

* সাদা শার্ট, মেরুন টাই এবং চেক কোটে অনিল কাপুর।

* জেনেলিয়া ডি’সুজা পরেন অ্যাম্ব্রয়ডারি করা আনারকলি।

* দিয়া মির্জা গায়ে জড়ান ঘন সোনালি রঙা আনারকলি।

* সাদা শার্ট, নীল কোর্ট এবং কালো প্যান্টে রণবীর সিং।

* সনু সুদ পরেন গোলাপী শার্ট, বেগুণি টাই এবং ছাই রঙা কোট।

* কালো কোট আর ছাই রঙা প্যান্ট পরেছিলেন তুষার কাপুর।

* ছাই রঙা স্যুট পরে অনুষ্ঠানে হাজির হন অর্জুন কাপুর।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ