ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

সামিনা-রাঘবের ‘একটা বন্ধু চাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ১৩, ২০১৫
সামিনা-রাঘবের ‘একটা বন্ধু চাই’ রাঘব চট্টোপাধ্যায় ও সামিনা চৌধুরী

সামিনা চৌধুরীর ‘চলো বাঁচি’ অ্যালবামে ওপার বাংলার সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় একটি গান সুর করেছিলেন। এরপর এই বাংলা থেকে প্রকাশিত রাঘবের ‘বাড়ি ফেরার তাড়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সামিনা এসেছিলেন শুভেচ্ছা জানাতে।

সেখানেই পরিকল্পনা করা হয় দুই বাংলার এ দুই জনপ্রিয় সংগীতশিল্পী একটি দ্বৈত অ্যালবামে গাইবেন। তারই ফসল ‘একটা বন্ধু চাই’।

অ্যালবামে গান রয়েছে ১০টি। সবই লিখেছেন জুলফিকার রাসেল। অ্যালবামের সমন্বয়ও করেছেন তিনি। সামিনা ও রাঘব চারটি করে একক এবং দুটি করে দ্বৈত গান গেয়েছেন। সুর করেছেন রাঘব নিজে। তার অংশের রেকর্ডিং হয়েছে কলকাতায়। ঈদ উপলক্ষে গতকাল রোববার (১২ জুলাই) এটি প্রকাশ করেছে লেজার ভিশন।

‘একটা বন্ধু চাই’ তৈরিতে সমন্বয়কের দায়িত্বেও ছিলেন জুলফিকার রাসেল। তিনি বলেন, ‘তারা অসাধারণ শিল্পী। তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আশা করছি, গানগুলোর মধ্য দিয়ে সবাই সবার কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাবেন। ’
 
বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।