ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

ঢাকায় আসছেন ওম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জুলাই ১২, ২০১৫
ঢাকায় আসছেন ওম ‘অগ্নি-২’ ছবিতে ওম

‘অগ্নি-২’ ছবিতে মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন ওপারের নায়ক ওম। এবারের ঈদে মুক্তি পাচ্ছে এটি।

তাই এর প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। ১৩ জুলাই সকাল ৯টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন জনপ্রিয় এই অবিনেতা।

ঢাকায় এসে ওম সরাসরি এফডিসিতে যাবেন। এফডিসির প্রজেকশন হলে দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফটোশুটেও অংশ নেবেন তিনি।

এফডিসিতে আরও থাকবেন মাহি ও ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী। এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ১৪ জুলাই দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেবেন ওম। পরদিন ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে ওইদিন বিকেলের ফ্লাইটে ফিরবেন তিনি।



বাংলাদেশ সময় : ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।