ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

বাঁধন-ঐশির ‘মনের কথা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, জুলাই ১২, ২০১৫
বাঁধন-ঐশির ‘মনের কথা’

‘তুমি আমার মত কেন হও না/মনের কথাগুলো কেনো কও না/কাছে এসে, ভালোবেসে/শুধু আমাতেই মিশে রও না’- এমন কথার একটি গান গাইলেন নবীন কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন। এটি থাকবে তার আগামী একক অ্যালবাম ‘বাঁধন’-এ।

এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক নবীন ঐশি।

গানটি  সুর করেছেন রাব্বি আরবি, সংগীতায়োজনে রেজওয়ান শেখ। এর কথা লিখেছেন জনি হক। এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে সোহাগ খানের নির্দেশনায়। এটি ২৫ রোজার মধ্যে ইউটিউবে উন্মুক্ত হবে।

গানটি প্রসঙ্গে শাহরিয়ার বাঁধন বলেন, ‘স্যাড রোমান্টিক গান আমার ভালো লাগে। তাই এ ঈদে শ্রোতাদের নতুন একটি গান উপহার দিচ্ছি। ভালো কিছু করার চেষ্টা করেছি। ’



বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।