ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

ক্যাটরিনাকে জন্মদিনে যেখানে নেবেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুলাই ১১, ২০১৫
ক্যাটরিনাকে জন্মদিনে যেখানে নেবেন রণবীর ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

রণবীর কাপুরের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে ওঠার পর ক্যাটরিনা কাইফের প্রথম জন্মদিন আসছে। আগামী ১৬ জুলাই ৩২ বছরে পা রাখবেন তিনি।

ওইদিন অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ ছবি নিয়ে ব্যস্ত থাকার কথা দু’জনেরই। তবে প্রেমিকার জন্য ঠিকই বিশেষ পরিকল্পনা করে রেখেছেন বলিউডের এই তারকা।

জানা গেছে, ক্যাটরিনার পাশাপাশি রণবীর তার ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জি, অভিনেতা অর্জুন কাপুর, নির্মাতা করণ জোহর ও নৃত্য পরিচালকদ্বয় বোসকো-চেজারকে নিয়ে ১৫ জুলাই বেরিয়ে পড়বেন ঘুরতে। ক্যাট নাকি সাগরপাড়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন কাটাবেন। তাই আলীবাউগের এক বাগানবাড়িতে উঠবেন তারা। রণবীর-ক্যাটরিনা মুম্বাইয়ে ফিরবেন ১৮ জুলাই।

রণবীর ব্যস্ত ইমতিয়াজ আলীর ‘তামাশা’ নিয়ে। আর ক্যাটের হাতে আছে কবির খানের ‘ফ্যান্টম’।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।