ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

ইমরানের অ্যালবামের শুভকামনায় তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জুলাই ১১, ২০১৫
ইমরানের অ্যালবামের শুভকামনায় তারকারা

কণ্ঠশিল্পী এবং সংগীত পরিচালক ইমরানের তৃতীয় একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’ বাজারে আসছে আগামী ১৪ জুলাই। এ উপলক্ষে ইমরানকে ভিডিওবার্তার মাধ্যমে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।



এই তালিকায় আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদ, ফুয়াদ, তাহসান, তপু এবং বিদ্যা সিনহা মিম। আছেন জাতীয় ক্রিকেট দলের তারকা নাসির হোসেনও।

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার প্রিয় মানুষেরা অ্যালবামটির জন্য শুভকামনা জানিয়েছেন, এজন্য আমি অনেক খুশি এবং একই সঙ্গে তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই শুভেচ্ছা আমাকে সামনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। ’



বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।