ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

দর্শকদের গল্পে তাদের নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, জুলাই ১০, ২০১৫
দর্শকদের গল্পে তাদের নাটক (বাঁ থেকে) আলভী আহমেদ, চয়নিকা চৌধুরী, আশফাক নিপুণ, গৌতম কৈরী ও রুবাইয়াত মাহমুদ

আলভী আহমেদ ও চয়নিকা চৌধুরী নাট্যনির্মাতা হিসেবে পরিচিত বেশ আগে থেকেই। সাম্প্রতিক সময়ে আশফাক নিপুণ, গৌতম কৈরী ও রুবাইয়াত মাহমুদও সফলতার সঙ্গে টিভি নাটক নির্মাণ করছেন।

এই চেনা পাঁচ নির্মাতা কাজ করবেন দর্শকদের গল্প নিয়ে।

বৈশাখী টিভি চতুর্থবারের মতো আয়োজন করেছে ‘তোমার গল্পে সবার ঈদ’। দর্শকদের কাছ থেকে গল্প আহ্বান করেছিলো তারা। সেখান থেকে পাঁচটি গল্প বেছে নিয়ে ঈদের জন্য নাটক তৈরি হচ্ছে। নির্বাচিত হয়েছে ইয়াসিন সেলিমের ‘জীবনের রঙ’, মুনতাসির মারুফের ‘ফেরা’, মোঃ আনারুল ইসলাম রানার ‘নির্জন স্বাক্ষর’, ওসমান সজীবের ‘মাতাল হাওয়া’ এবং মোঃ আজহারুল হকের ‘বৃষ্টি বা রোদ অথবা অন্যকিছু’। গল্পকাররা প্রত্যেকেই পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা।

প্রথম দফার গল্প বাছাইয়ে অংশ নেন গাজী রাকায়েত, শাকুর মজিদ, ইরাজ আহমেদ, পান্থ শাহরিয়ার ও কায়েস চৌধুরী। তাদের বাছাই করা সেরা ৩০ গল্প যায় প্রধান তিন বিচারকের কাছে। প্রধান বিচারক হিসেবে ছিলেন সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।

নাটকগুলো প্রচার হবে বৈশাখী টিভির এবারের ঈদ আয়োজনে।

বাংলাদেশ সময় : ১৩৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।