ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

কারিনার নাম হয়ে যাচ্ছে ম্যারি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, জুলাই ৬, ২০১৫
কারিনার নাম হয়ে যাচ্ছে ম্যারি! কারিনা কাপুর খান

কারিনা কাপুর খানের নাম বদলে যাচ্ছে! তার নতুন নাম হবে ‘ম্যারি’। তিনি নিজেই এই নামে ডাকতে বলবেন দর্শকদের।

তবে গানে গানে। করণ জোহর প্রযোজিত ‘ব্রাদার্স’ ছবিতে আইটেম কন্যা হিসেবে ফের দেখা যাবে তাকে।

গানটির শিরোনাম ‘মেরা নাম ম্যারি’। এরই মধ্যে উন্মুক্ত হয়েছে গানটির ভিডিওর ৩০ সেকেন্ড ব্যাপ্তির অংশবিশেষ। আজ সোমবার (৬ জুলাই) টুইটারে খবরটি দিয়েছেন ‘ব্রাদার্স’-এর অভিনেতা অক্ষয় কুমার। সঙ্গে তিনি যুক্ত করেছেন টিজার।

তবে গানটির প্রথম ঝলকে কারিনার মুখ দেখানো হয়নি। এতেই চকচকে রূপালি রঙা পোশাকে সেজে বলা যায় আগুন ধরিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা! এর আগে সর্বশেষ সালমান খানের ‘দাবাং টু’ (২০১২) ছবির ‘ফেভিকল সে’ গানে নেচেছিলেন তিনি।

করণ মালহোত্রা পরিচালিত ‘ব্রাদার্স’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। এটি হলো হলিউডের ‘ওয়ারিয়র’ (২০১৪) ছবির রিমেক। এতে আরও আছেন সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেজ ও জ্যাকি শ্রফ।

* ‘মেরা নাম ম্যারি’ গানের ভিডিওর অংশবিশেষ :



বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।