ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

খুলনায় শুটিং, শিল্পীরাও খুলনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, জুলাই ৬, ২০১৫
খুলনায় শুটিং, শিল্পীরাও খুলনার (বাঁ থেকে) নাজনীন হাসান চুমকী, শাহাদাৎ হোসেন ও মৌসুমী হামিদ

প্রেক্ষাপট খুলনা শহর। এ শহরের প্রেম, সংকট, টানাপোড়েন উঠে আসবে গল্পে।

নাজনীন হাসান চুমকী এমন একটি গল্প তুলে আনবেন ক্যামেরায়, ফ্রেমে ফ্রেমে। তিনি তাই খুলনা শহরে ছুটছেন।

নাটকের নাম ‘প্রেমকানন’। কাল মঙ্গলবার (৭ জুলাই) থেকে খুলনা শহরে এর দৃশ্যধারণ শুরু হবে। মজার বিষয় হচ্ছে, এর যারা কলাকুশলী তাদের প্রায় সবাই খুলনার মানুষ। পরিচালক নাজনীন হাসান চুমকীর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা। বিভাগ হিসেব করলে জেলাটি খুলনাতেই পড়ে।

যারা অভিনয় করছেন, শাহাদাৎ হোসেন ও মৌসুমী হামিদ, এরা দু’জনেই খুলনার। শাহাদাতের জন্ম ওখানেই। মৌসুমী হামিদের জন্ম সাতক্ষীরায়। ওটাও পড়েছে খুলনা বিভাগে। খুলনার অভিনেত্রী কাজী শিলাও আছেন এতে। ক্যামেরায় আছেন রাজু রাজ, তিনিও খুলনার মানুষ। এছাড়া খুলনা থিয়েটারের বেশকিছু কর্মীও কাজ করছেন নাটকটিতে।

বাকি শুধু লুৎফর রহমান জর্জ। তিনি অবশ্য পুরান ঢাকার। ৫ জুলাই বিকেলে যখন নাজনীন হাসান চুমকীর সঙ্গে কথা হচ্ছিলো, তখন তিনি খুলনার পথে রওনা হয়েছেন। জানালেন, ওখানে তিন দিন ধরে কাজ হবে।



বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।