ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

পরিবারের সঙ্গে ১৫ বছর পর আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জুন ২৬, ২০১৫
পরিবারের সঙ্গে ১৫ বছর পর আলিয়া আলিয়া ভাট

আলিয়া ভাটের বয়স ২২ বছর, এর মধ্যে ১৫ বছরই পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাননি তিনি। ডান কাঁধের চোট অবশেষে তাকে সে সুযোগ এনে দিলো।

গত ২৫ জুন সকালে চারমিনার শহরে ঘুরতে গেছেন ভাট পরিবার।

বাবা মহেশ ভাট আর মা সোনি রাজদানের সঙ্গে বেড়ানোর ফুরসত পান না আলিয়া। বলিউডে আসার আগে তার পড়াশোনার চাপ ছিলো। নয়তো মা-বাবা ব্যস্ত ছিলেন। আর বলিউডে পা রাখার পর থেকে তো ব্যস্ততা তাকে মোটেই দেয় না অবরসর! কয়েকদিন আগে ‘কাপুর অ্যান্ড সানস’ ছবির সেটে আহত হওয়ায় হঠাৎ ঘোরাঘুরির সুযোগ পেয়ে গেলেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আলিয়া জানান, পরিবারের সঙ্গে হায়দারাবাদের ফলকনামায় ঘুরতে গেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।