ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

সেই নওশীন ফিরলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, জুন ২২, ২০১৫
সেই নওশীন ফিরলেন নওশীন

শুরু থেকেই অভিনয়-মডেলিং থেকে খানিকটা ঘুরে বসেছিলেন নওশীন। তিনি ২০১২ সালের ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়ী।

একই বছরের দ্বিতীয় ও তৃতীয় রানার আপ আশা ও তানিয়া বৃষ্টি এখন যতোটা পরিচিত মুখ, নওশীন ততোটা নন।

হবেন কি করে! কাজই তো করেছেন হাতেগোনা। নওশীন ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। উচ্চমাধ্যমিক উতরে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রায় আড়াই বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। কাজ করলেন বিজ্ঞাপনচিত্রে।

তৌহিদ মিটুলের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটি একটি কোমল পানীয় প্রতিষ্ঠানের। কিছুদিন আগে এর দৃশ্যধারণ হয়েছে। নওশীন বাংলানিউজকে বলছেন, ‘পড়াশোনার ফাঁকে এখন থেকে যেটুকু অবসর পাই, কাজ করার ইচ্ছা আছে। ’

বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।