ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

এক নারী, দু’পাশে দুই তরবারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, জুন ২২, ২০১৫
এক নারী, দু’পাশে দুই তরবারী (বাঁ থেকে) মিশু সাব্বির, বাঁধন ও রিয়াজ

ঢাল-তলোয়ার নিয়ে উত্তরার দিয়াবাড়িতে রিয়াজ। সঙ্গে রয়েছেন মিশু সাব্বিরও।

চুমকী বসানো জ্বলজ্বলে রঙিন পোশাক পরে মহারাজা সেজেছেন দু’জন। মাথায় পালক লাগানো টুপিও আছে! শুধু রোদচশমাটাই যা একটু বেমানান!

রিয়াজ ও মিশুকে এমন রূপে হাজির করছেন মাসুদ সেজান। বাঁধনও যোগ দিয়েছেন গল্পে। তাদেরকে ঘিরেই তৈরি হচ্ছে টেলিছবি ‘ফুসমন্তর’। মাসুদ সেজানই টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন। গত কয়েকদিন ধরে চলছে এর দৃশ্যধারণ।

এতে আরও অভিনয় করছেন শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য ও মুকুল সিরাজ। আগামী রোজার ঈদে বাংলাভিশনে প্রচার হবে টেলিছবিটি।

বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।