ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

চেক প্রতারণা

আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জুন ২২, ২০১৫
আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অভিনেতা আহম্মেদ শরীফ

ঢাকা: চেক প্রতারণা মামলায় চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২২ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা জারি করেন।



বাদীপক্ষের অন্যতম আইনজীবী রোকন রেজা শেখ পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক লাখ ৬৭ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় আহম্মেদ শরীফকে সমন দেওয়া হয়েছিল। সময় পেয়েও তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ৫ মার্চ মোশাররফ হোসেন সুমন নামক জনৈক ব্যবসায়ী এ মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, মামলার বাদী সুমনের পাওনা টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ গত বছরের ৩০ এপ্রিল তারিখের একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য বাদী একাধিকবার ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হয়।
 
বাদী বিষয়টি আহমেদ শরীফকে জানালে তিনি টাকা পরিশোধের কোনো পদক্ষেপ নেননি মর্মে মামলায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫/ আপডেট: ১৪৪১ ঘণ্টা
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।