ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

মার্কিন মেয়ের বাংলা নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, জুন ২১, ২০১৫
মার্কিন মেয়ের বাংলা নাটক

নাম তার লিয়েনি। মার্কিন মুলুকে বাস।

স্বাভাবিকভাবেই স্বভাবে-ভাষায়-মানসিকতায় বয়ে বেড়ান নিজের সংস্কৃতি। এই লিয়েনিকে দেখা যাবে বাংলা নাটকে। আশুতোষ সুজনের নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাটকটির নাম ‘কোথায় পাবো তারে’। বলা চলে, গল্প এগিয়েছে তাকে ঘিরেই। নাটকের গল্পেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা যুবতী। এ দেশে আসার পেছনে তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। আশুতোষ সুজন বলছেন, ‘একজনকে খুঁজতেই এদেশে আসে সে। কিন্তু যাকে খুঁজছে, তাকে সে চেনে না। ঘটনাক্রমে ইরেশ যাকেরের সঙ্গে পরিচয় হয় তার। ’

‘কোথায় পাবো তারে’র দৃশ্যধারণ শেষ হয়েছে সম্প্রতি। মৌসুমী হামিদও অভিনয় করেছেন এতে। নাটকটি আগামী ঈদে এসএ টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময় : ১৯৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।