ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

সামিয়া ভালোবাসে, সামিয়া ভালোবাসে না!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জুন ২১, ২০১৫
সামিয়া ভালোবাসে, সামিয়া ভালোবাসে না! সামিয়া সাঈদ

মম ও রবি ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। তুই তুই সম্পর্ক।

দশ বছর ধরে রাত ১২টা ১ মিনিটে মমকে জন্মদিনে শুভেচ্ছা জানায় রবি। এবারই প্রথম সে তা করেনি। কেনো করলো না এ নিয়ে তাদের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব।

এটি ‘সে ভালোবাসে, সে ভালোবাসে না’ নাটকের গল্প। এতে মমর ভূমিকায় অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী সামিয়া সাঈদ। তার সহশিল্পী হিসেবে আছেন আশিক।  

ইমদাদুল হক মিলনের গল্প নিয়ে এর চিত্রনাট্য তৈরি করেছেন দাউদ হোসাইন রনি। পরিচালনায় হিরু খান। তিনি জানান, বিটিভির অনুষ্ঠানমালায় প্রচারের জন্য এটি জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।