ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

সৎ ছেলের সঙ্গে কারিনার পার্টি

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জুন ২৭, ২০১৫
সৎ ছেলের সঙ্গে কারিনার পার্টি কারিনা কাপুর খান ও ইব্রাহিম আলি খান

সৎ ছেলের সঙ্গে লন্ডনে পার্টিতে মাতলেন কারিনা কাপুর খান। সেখানে এখন ছুটি কাটাচ্ছেন তারা।

উল্লাসে মুখর তাদের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো সাড়া ফেলেছে।

ইব্রাহিম হলো সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের পুত্র। ছোট নবাবের বর্তমান জীবনসঙ্গী বেবোর (কারিনার ডাকনাম) সঙ্গে ইব্রাহিমের সুসম্পর্ক আছে। বিয়ের পর থেকে তাকে নিজের ছেলে করে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।  

চলতি মাসের শুরুতে সাইফ, ইব্রাহিম আর সোহা আলি খান-কুনাল খেমু দম্পতির সঙ্গে বেড়াতে মালদ্বীপে গিয়েছিলেন কারিনা। এবার নিজের বড় বোন কারিশমা কাপুরের ৪১তম জন্মদিন উদযাপনের জন্য লন্ডন গেলেন বলিউডের এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।