ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

প্রিয় নায়কের ছেলের সঙ্গে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ১৮, ২০১৫
প্রিয় নায়কের ছেলের সঙ্গে

টিভি পর্দায় নাদের চৌধুরী যখন চুটিয়ে প্রেম করছেন, জ্যোতিকা জ্যোতি তখন অনেক ছোটো। ওই বয়সেই ‘তাকে দেখে একটু কেমন কেমন লাগত যেন’- বলছেন জ্যোতি।

নাদের চৌধুরী তখন তার ‘প্রিয় নায়কদের একজন’।

জ্যোতি বড় হয়েছেন। এখন তিনি অভিনয়ে নিয়মিত মুখ। নাটকেও, সিনেমায়ও। তার সেই প্রিয় নায়ক নাদের চৌধুরীর বয়সও বেড়েছে। তার নায়িকা হয়ে ওঠার আফসোসটা তাই থেকেই গেছে জ্যোতির। তবে সেটা কিছুটা হলেও ঘোচালো ‘ব্রেকআপের পর’।

এই ‘ব্রেকআপ’ বাস্তবে কারও সঙ্গে সম্পর্ক ছেদ নয়, এটি টিভি নাটক। এতে জ্যোতির নায়িকা হয়েছেন নাদের চৌধুরীর ছেলে নাকিব হৃদ চৌধুরী।

‘ব্রেকআপের পর’-এর কাহিনী খুবই গতানুগতিক। জ্যোতির নাম মঞ্জু। স্বামী মারা গেছে। কাঁধে-পিঠে ছোটো সন্তান। মঞ্জু চাকরি নেয়। সেখানে তার সহকর্মী ভালোবেসে ফেলে মজনুকে।

‘ব্রেকআপ’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। প্রচার হবে চ্যানেল আইয়ে।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।