ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

অনেক বছর পর সাবিনা ইয়াসমিন-রফিকুল আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, জুন ১৮, ২০১৫
অনেক বছর পর সাবিনা ইয়াসমিন-রফিকুল আলম সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম

চলচ্চিত্রের গান মানেই সাবিনা ইয়াসমিন কিংবা রফিকুল আলম- এমন একটা জোয়ার ছিলো এক সময়। তারা দু’জন যদিও এখন প্লেব্যাকে তুলনামূলক কম সময় দিচ্ছেন।

তবুও তাদের গানের আলাদা আবেদন সব সময় ছিলো, এখনও আছে।

শেষ কবে সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম একসঙ্গে গান গেয়েছেন, সেটি তাদেরও ঠিক মনে নেই। সময়টা নিশ্চয়ই দীর্ঘ। এই দূরত্ব ঘুচছে ‘বাসর হবে মাটির ঘরে’র মধ্য দিয়ে। এটি একটি চলচ্চিত্র। এতে দীর্ঘদিন পর তারা একসঙ্গে গাইছেন।

১৮ জুন সন্ধ্যায় গানটিতে কণ্ঠ দেবেন তারা। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত শওকত আলী ইমনের।

‘বাসর হবে মাটির ঘরে’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন শাহ মোহাম্মদ সংগ্রাম।

বাংলাদেশ সময় : ১৭৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।