ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

পঞ্জিকা কন্যাদের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, জুন ১৬, ২০১৫
পঞ্জিকা কন্যাদের ছবি

মেয়েগুলোর স্থিরচিত্র ছাপা হয় পঞ্জিকায়। বেশিরভাগই যৌন আবেদনময়ী।

স্বল্পবসনা এই মডেলদের গল্প নিয়ে এবার চলচ্চিত্র পরিচালনা করলেন মধুর ভান্ডারকর। নাম ‘ক্যালেন্ডার গার্লস’। বিষয়বস্তুর কারণে এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ছবিটি। সেন্সর বোর্ডে জমা দেওয়া ট্রেলারে নাকি স্পর্শকাতর উপাদান আছে। এমনকি এক নারীকে দেখানো হয়েছে নগ্নভাবে।

কয়েকদিন আগে প্রকাশিত এর প্রথম পোস্টারে দেখা যায় পাঁচজন স্বল্পবসনা মডেলকে। সবারই মুখ ঢাকা বড় টুপিতে। আলো-আঁধারির খেলায় তাই চেনার উপায় নেই সুন্দরীদের। ক্যাপশনে আছে- ‘পাঁচটি নতুন মুখ। পাঁচটি নতুন পথচলা। ’

জানা গেছে, দৃশ্যধারণ চলাকালে বহিরাগত কাউকে ফ্লোরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। প্রযোজক সঙ্গীতা আহির জানান, পাঁচজন নবাগতাকেই বেছে নেওয়া হয়েছে মূল মডেল হিসেবে। ‘ক্যালেন্ডার গার্লস’ মুক্তি পাবে আগামী অাগস্টে।

প্রায় তিন বছর পর আবার পরিচালনার কাজ করলেন মধুর। তার বেশিরভাগ ছবিতে প্রাধান্য পেয়েছে নারী চরিত্র। ‘সত্তা’, ‘কর্পোরেট’, ‘ফ্যাশন’, ‘হিরোইন’ ছবিগুলোতে সে প্রমাণ আছে। আর তার প্রায় সব কাজই পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সামনে তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে তৈরি করবেন ‘ম্যাডামজি’।

বাংলাদেশ সময় : ২০৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।