ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

সালমান-পরিণীতি একসঙ্গে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, জুন ১৫, ২০১৫
সালমান-পরিণীতি একসঙ্গে? সালমান খান ও পরিণীতি চোপড়া

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘সুলতান’ ছবিতে সালমান খানের নায়িকা হবেন কে? প্রশ্নটা গত কিছুদিন ধরে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। প্রথমে দীপিকা পাড়ুকোন ও পরে কঙ্গনা রনৌতের কথা শোনা গেলেও এবার গুঞ্জন উঠেছে, পরিণীতি চোপড়া হতে যাচ্ছেন সেই ভাগ্যবতী।



সব ঠিক থাকলে এবারই প্রথম সালমানের সঙ্গে দেখা যাবে পরিণীতিকে। কয়েকজনের দুয়ার ঘুরে অবশেষে প্রস্তাবটি গেছে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর কাছে। জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়াই নির্বাচন করেছেন পরিণীতিকে। ‘সুলতান’ ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে ইতিমধ্যে কঠোর প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন তিনি।

পরিণীতিকে সর্বশেষ দেখ‍া গেছে ‘কিল দিল’ ছবিতে। কিন্তু সেটা তেমন ব্যবসাসফল হয়নি। তার আগের ছবি ‘দাওয়াত-এ-ইশক’ও বক্স অফিসে হাসতে পারেনি। তাই ‘সুলতান’-এর মাধ্যমে আবার পরিণীতির ক্যারিয়ার চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘন্টা, জুন ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।