ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

এবার এয়ারটেলের ছয় পর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জুন ১৪, ২০১৫
এবার এয়ারটেলের ছয় পর্ব (বাঁ থেকে) সাজু খাদেম, সোনিয়া হোসেন ও ইরেশ যাকের

মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল এতোদিন টেলিছবি নির্মাণ করেছে। গত কয়েক বছর ধরে এমনটাই দেখা গেছে।

এয়ারটেল এবার নিয়ে আসছে ছয় পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘অস্থির পারভেজ’। এটি পরিচালনা করবেন আরবি প্রীতম।

নাটকটিতে অভিনয়ের জন্য নতুন মুখ আহ্বান করেছিলো এয়ারটেল। নতুনরা তো থাকবেনই, এ ছাড়া ‘অস্থির পারভেজ’-এর গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবেন আবুল হায়াত, সাবেরী আলম, সাজু খাদেম, ইরেশ যাকের, মিশু সাব্বির ও সোনিয়া হোসেন।

ধারাবাহিকটির চিত্রনাট্য লিখছেন মারুফ রেহমান। ১৮ জুন থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৯৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।