ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

নারী জাগরণের নাটক ‘আয়না বিবির পালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, জুন ১৩, ২০১৫
নারী জাগরণের নাটক ‘আয়না বিবির পালা’ দৃশ্য : ‘আয়না বিবির পালা’

লোকসাহিত্য সংকলন ময়মনসিংহ গীতিকার ‘আয়না বিবির পালা’ হলো নারীদের প্রতি সমাজের অমানবিকতার অন্যতম দৃষ্টান্ত। তবুও কিছু নারী হয়ে ওঠে প্রতিবাদী।

শৃঙ্খল ভাঙা এমনই এক প্রতিবাদী নারীর গল্প নিয়ে সাজানো হয়েছে নাট্যধারার ২০তম প্রযোজনা ‘আয়না বিবির পালা’।

আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চঞ্চল, পলাশ মাহমুদ, কাজী উজ্জ্বল, বিউটি আক্তার, ববি, মুক্তা প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।