ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

রাজিব হোসাইনের দুই ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, জুন ১২, ২০১৫
রাজিব হোসাইনের দুই ভিডিও

রাজিব হোসাইনের প্রথম একক অ্যালবাম প্রকাশের ঘটনা বেশি আগের নয়। গত ভালোবাসা দিবসেই সিডি চয়েস বাজারে আনে তার একক ‘বলনারে তুই’।

এর আগে বেশকিছু মিশ্র অ্যালবামে গান গাইতে দেখা গেছে তাকে।

‘বলনারে তুই’ থেকেই দু’টি গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন রাজিব। শিরোনাম গানটির মডেল তিনি নিজেই। আর ‘দূর অজানায়’-এ আছেন মডেল জেরিন ও জয়। মিউজিক ভিডিও দু’টির দৃশ্যায়ন শেষ হয়েছে সম্প্রতি। নির্দেশনা দিয়েছেন এসএম তুষার।

গানের কথা শেখ সুমন এমদাদের। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। রাজিব বলছেন, ‘অ্যালবামটি বাজারে আসার পর শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছিলাম। তাদের কথা মাথায় রেখেই দু’টি গান একসঙ্গে ভিডিও করলাম। সামনে আরও কিছু শ্রোতাপ্রিয় গানের ভিডিও নিয়ে হাজির হবো। ’

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।