ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

হেমা মালিনী এখন নানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জুন ১৩, ২০১৫
হেমা মালিনী এখন নানি হেমা মালিনী

ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বয়স, বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনীর বেলায়ও কথাটা খাটে। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে তিনি এখন ষাটোধ্ব নারী।

দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এর মধ্যে কনিষ্ঠ কন্যা অহনা দেওলের ফুটফুটে এক পুত্রসন্তান হলো গত ১১ জুন।

নানি হওয়ার খবর টুইটারে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হেমা। পাশাপাশি শুভেচ্ছা বার্তার জন্য শুভাকাঙ্ক্ষিদের ধন্যবাদ দিতে ভোলেননি। ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী-রাজনীতিবিদ বলেন, ‘মা ও শিশু দু’জনই ভালো আছে। সবার শুভকামনার জন্য ধন্যবাদ। ’

অহনার বাবা ধর্মেন্দ্র। তিনিও মেয়ের সন্তান হওয়ার খবরে খুশি। তার বড় বোন এশা দেওল কয়েকদিন আগে ছোট বোনের বেবি শাওয়ারে অংশ নেন।

অহনা হলেন ওড়িশি নৃত্যশিল্পী। গত বছরের ২ ফেব্রুয়ারি দিল্লির ব্যবসায়ী বৈভব ভোরার সঙ্গে বিয়ে হয় তার।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।