ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

চিরকুটের সঙ্গে ১০ ক্ষুদে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জুন ১১, ২০১৫
চিরকুটের সঙ্গে ১০ ক্ষুদে চিরকুট ব্যান্ডের সদস্যরা

ছবিতে হাস্যোজ্জল চিরকুটের সদস্যরা। তাদেরকে ঘিরে আছে ১০ ক্ষুদে।

আগামীতে যারা মাতাবে দেশীয় সংগীতাঙ্গন, তাদেরকে এখনই পাশে টেনে নিয়েছে জনপ্রিয় ব্যান্ডটি। চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার সেরা দশজন সুযোগ পেয়েছে চিরকুটের সঙ্গে গান গাওয়ার।

ব্যান্ডের অন্যতম সদস্য সুমী বাংলানিউজকে জানান, ‘ওরা আমাদের সঙ্গে মোট দশটি গান গাইছে। এর মধ্যে চারটি চিরকুটের। বাকিগুলো লালনসংগীত ও অন্যান্য ব্যান্ডের। ’

বেশ কয়েকদিন ধরে চলেছে অনুশীলনপর্ব। আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে রেকর্ডিং। চিরকুট ও ১০ ক্ষুদের পরিবেশনা নিয়ে তৈরি হবে বিশেষ অনুষ্ঠান। আগামী রোজার ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।