ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

সিলেটে তিন দিন শুধুই ‘সুতপার ঠিকানা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জুন ১১, ২০১৫
সিলেটে তিন দিন শুধুই ‘সুতপার ঠিকানা’ ‘সুতপার ঠিকানা’ ছবির দৃশ্যে অপর্ণা ঘোষ

‘সুতপার ঠিকানা’ যাচ্ছে সিলেটে। সেখানকার কবি নজরুল ইসলাম মিলনায়তনে প্রদর্শিত হবে এটি।



সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি তুলে এনেছে একজন নারীর জীবনের গল্প। চরিত্রটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। আরও আছেন শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, আনোয়ার হোসেন চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সাইকা আহমেদ, নিবিড় কুমার প্রমুখ।

‘সুতপার ঠিকানা’র পরিচালক প্রসূণ রহমান জানাচ্ছেন, এ প্রদর্শনী শুরু হবে ১৬ জুন থেকে। তিন দিন ধরে প্রতিদিন তিনটি করে প্রদর্শনী রাখা হয়েছে। এ আয়োজনের দায়িত্বে রয়েছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
কেবিএন/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।