ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

মালদ্বীপ গেলেন আসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, জুন ১১, ২০১৫
মালদ্বীপ গেলেন আসিফ আসিফ আকবর/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনেকদিন পর আবার নিয়মিত বিদেশ সফর শুরু করলেন আসিফ আকবর। এ যাত্রায় শুরুতেই সংগীত পরিবেশন করতে মালদ্বীপ গেলেন তিনি।

গত ১০ জুন তিনি দেশটির উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে, আগামী ১২ জুন মাপান্নু স্টেডিয়ামে রাত ৮টা থেকে চার ঘণ্টা গান গেয়ে শোনাবেন তিনি।

পরদিন আসিফ যাবেন শ্রীলংকায়। দেশটির রাজধানী কলম্বোতে একটি গান রেকর্ডিংয়ে অংশ নেবেন তিনি। এর সংগীতায়োজন করেছেন লঙ্কান সংগীতশিল্পী ইরাজ বীরারত্নে, লিখেছেন লতিফুল ইসলাম শিবলী।

আসিফ বাংলানিউজকে জানান, ‘আমার নতুন গানের মিউজিক ভিডিওর দৃশ্যায়ন হবে শ্রীলংকাতে। সব মিলিয়ে সপ্তাহখানেক দেশের বাইরে থাকবো। ’

বাংলাদেশ সময় : ১২১২ ঘণ্টা, জুন ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।