ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

রাফাতের কাওয়ালী গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, জুন ১০, ২০১৫
রাফাতের কাওয়ালী গানের অ্যালবাম

শুধুই কাওয়ালী গান নিয়ে একক অডিও-ভিডিও অ্যালবাম বের করলেন রাফাত। নাম ‘আল্লাহ তুমি দয়াময়’।

গত ৯ জুন সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ আজাদ রহমান, সাবেক সচিব নূরুল হক, সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, সংগীতশিল্পী কনকচাঁপা।

ঘাসফড়িং প্রোডাকশন প্রযোজিত ‘আল্লাহ তুমি দয়াময়’ বাজারে এনেছে লেজার ভিশন। অনুষ্ঠানে ছিলেন ঘাসফড়িং প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইসমাইল, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম ও চেয়ারম্যান এ.কে.এম. আরিফুর রহমান।

অ্যালবামটির পরিকল্পনা সংস্কৃতিসেবী সৈয়দ আবুল হোসেনের। এতে স্থান পেয়েছে মোট ১০টি কাওয়ালী গান। সংগীতায়োজনে জে.কে। উল্লেখযোগ্য কয়েকটি গানের শিরোনাম- ‘যিনি এই দুনিয়ার মালিক’, ‘আল্লাহ তুমি দয়াময়’, ‘ইয়া রাসুল আল্লাহ’, ‘মা ফাতেমা’, ‘আল্লাহু আল্লাহ’ প্রভৃতি।

রাফাত বলেন, ‘কাওয়ালী ভক্ত শ্রোতাদের অ্যালবামটি মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস। ’

বাংলাদেশ সময় : ১০২৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।