ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

মোশাররফ এবার ঘুষখোর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জুন ১৯, ২০১৫
মোশাররফ এবার ঘুষখোর! মোশাররফ করিম / নূর / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এতোদিন চা, পান অনেক কিছুই খেয়েছেন। শুধু খেয়েছেন বলে থেমে গেলে, তার স্বভাবটা ঠিকঠাক বোঝানো যাবে না।

এমনই তার খাওয়ার বহর, রীতিমতো রেকর্ড হয়ে যাওয়ার মতো। সেই ব্যক্তি এবার আসছেন ঘুষ খেতে।

কে তিনি? ‘চাখোর’, ‘পানখোর’ ও ‘ঝালখোর’ তিনটি কিস্তিই দারুণভাবে জনপ্রিয় তার কারণে। তিনি মোশাররফ করিম। তাকে দিয়ে এবার ঘুষ খাওয়ানোর পরিকল্পনা ফেঁদেছেন নির্মাতা মারুফ মিঠু। নির্মাণ করছেন ‘সেই রকম ঘুষখোর’।

২৯ জুন গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। তবে বরাবরের মতো এ কিস্তিতে এসে মোশাররফের নায়িকা বদলে যাচ্ছে। আসছেন রিচি সোলায়মান। এর আগের তিনটি কিস্তিতে অভিনয় করেছিলেন অর্ষা, নাদিয়া ও ভাবনা। চিত্রনাট্য লিখছেন আশরাফুল চনচল।

আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।