ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

কেমন আছেন তৌকীর-মাহফুজ-অপি?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুন ১৯, ২০১৫
কেমন আছেন তৌকীর-মাহফুজ-অপি? তৌকীর আহমেদ, অপি করিম ও মাহফুজ আহমেদ / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেমন আছেন তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ কিংবা অপি করিম? এনটিভির বর্ষপূর্তির জন্য নির্মীয়মান নাটকে জানা যাবে তা। নাম ‘কেমন আছো?’।

রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ‘কেমন আছো?’ প্রযোজনা করছেন মাহফুজের প্রযোজনা সংস্থা বাণীচিত্র।

একসময় ‘৫১বর্তী’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি মাহফুজ-অপি প্রায় ৯ বছর পর জুটিবদ্ধ হয়ে একসঙ্গে অভিনয় করছেন। তাদের অভিনীত সর্বশেষ নাটক ছিল চয়নিকা চৌধুরীরই পরিচালনায় ‘যা কিছু চাই এ জীবনে’। তৌকীরের বিপরীতেও অপি কাজ করেছিলেন প্রায় ছয় বছর আগে, বিপাশা হায়াতের লেখা ‘যখন বৃষ্টি নামলো’ নাটকে।

চয়নিকা চৌধুরী জানান, এবারই তৌকীর-মাহফুজ-অপি প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন। এর আগে তৌকীর আহমেদের চলচ্চিত্র জয়যাত্রা’য় মাহফুজ অভিনয় করেছিলেন। এবার মাহফুজ প্রযোজিত নাটকে কাজ করলেন তৌকীর।

এ নাটকে তৌকীর ও অপি স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। মাহফুজকে দেখা যাবে অপির চাচাতো ভাইয়ের ভূমিকায়। দীর্ঘদিন পর গ্রাম থেকে মাহফুজ হাজির হন তাদের জীবনে। তারপর থেকেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃণ।

আগামী ৩ জুলাই এনটিভিতে প্রচারিত হবে ‘কেমন আছো?’

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।