ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

রণবীরকে ভালো মানুষ বানিয়েছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, জুন ৬, ২০১৫
রণবীরকে ভালো মানুষ বানিয়েছেন ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

অনেকদিন ধরেই ক্যাটরিনা কাইফের প্রেমে মশগুল, একই ছাদের নিচে থাকছেনও; তবুও প্রেমিকাকে নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না রণবীর কাপুরকে। তবে এবার মুখ খুললেন তিনি।

ক্যাট সম্পর্কে অজানা এক তথ্য উন্মোচন করলেন বলিউডের এই অভিনেতা।

রণবীর জানান, তার কাজের নিয়মিত সমালোচনা করেন ক্যাটরিনা। তিনি বলেছেন, ‘আমি যার সঙ্গে জড়িয়ে আছি সে আমার চেয়েও ভালো মানুষ। ও সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে। এমন মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ক্যাটরিনা আমাকে ভালো মানুষ হতে শিখিয়েছে। ’

রণবীর ও ক্যাটরিনা একসঙ্গে ‘জাগ্গা জাসুস’ নামের একটি ছবিতে কাজ করছেন। এর আগেও দু’জনে জুটি বেঁধেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে রণবীর জানালেন, ছবির সেটে ক্যাটরিনার চেয়ে ‘দুষ্ট’ নাকি দু’টো নেই!

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জুন ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।