ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

অপি করিম যখন এই শহরের মাধবীলতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুন ৫, ২০১৫
অপি করিম যখন এই শহরের মাধবীলতা ‘এ শহর মাধবীলতার না’ নাটকে আনিসুর রহমান মিলন ও অপি করিম

নাট্যকর্মী মাধবীলতা দুটি দৃশ্যে কাজ করার জন্য এফডিসিতে যান তিনি। নায়কের দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে সংলাপ বলতে হবে একটি।

সেটা হচ্ছে ‘কবুল’। কবুল করার পর মেয়েটার মনে জায়গা করে নেন নায়ক। তাই তার বাসায় যায় মাধবীলতা। এটি একটি নাটকের গল্প। নাম ‘এ শহর মাধবীলতার না’। এতে নাম ভূমিকায় অভিনয় করলেন অপি করিম।

৪ জুন থেকে এফডিসিতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এ নাটকে নায়ক চরিত্রে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে।

নির্মাতা সাগর জাহান জানান, নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা তার। আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে ‘এ শহর মাধবীলতার না’।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ৫, ২০১৫
এমকে/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।