ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

রিয়ান্নার নতুন প্রেমিক করিম বেনজেমা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, জুন ৪, ২০১৫
রিয়ান্নার নতুন প্রেমিক করিম বেনজেমা? করিম বেনজেমা ও রিয়ান্না

ফরাসি ফুটবলার করিম বেনজেমার সঙ্গে রিয়ান্না প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেদিন ভোর পাঁচটায় তাদের একসঙ্গে নাস্তা খাওয়ার ঘটনা আপাতত সেটাই জানান দিচ্ছে।



রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিমের সঙ্গে সাক্ষাতের আগে ওইদিন রাতভর কাছের নাইটক্লাব গ্রিফিনে ছিলেন রিয়ান্না। তবে আলোকচিত্রীদের ঠিকই এড়িয়ে যেতে পেরেছেন ৩৭ বছর বয়সী এই বারবাডোজের গায়িকা।

গত বছর বিশ্বকাপ ফুটবলে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স হেরে যাওয়ার পর টুইটারে করিমকে সমবেদনা জানান রিয়ান্না। তখন থেকেই তাদের বন্ধুত্ব। এবার সম্ভবত তা প্রেমে গড়ালো।

এর আগে ক্রিস ব্রাউনের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১০ সালে লসঅ্যাঞ্জেলেস বেসবল তারকা ম্যাট ক্যাম্পের সঙ্গে চুটিয়ে কিছুদিন প্রেম করেছেন রিয়ান্না। করিমের মাধ্যমে আবার খেলোয়াড়ের প্রেমে পড়লেন তিনি।

বাংলাদেশ সময় : ০২০৮ ঘণ্টা, জুন ৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।