ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

মাঝরাতে অবসকিওরের নতুন চাঁদ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, জুন ৪, ২০১৫
মাঝরাতে অবসকিওরের নতুন চাঁদ!

অবসকিউর ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়’। ১৯৮৬ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘ভলিউম ১’-এ ছিলো এটি।

এবার তারা তৈরি করেছে এর দ্বিতীয় কিস্তি ‘মাঝরাতে চাঁদ- ২’। এটাই ৩০ বছর পেরিয়ে আসা ব্যান্ডটির দশম অ্যালবামের নাম।

এতে গান থাকবে মোট ১০টি। এর মধ্যে রয়েছে তিস্তা নদী, রাজাকার ও বাবাকে নিয়ে একটি করে বিষয়ভিত্তিক গান। এগুলো হলো- অমিত গোস্বামীর কথায়

‘তিস্তা’ ও ‘দেশ ছাড় রাজাকার’ এবং অমি রহমান পিয়ালের লেখা ‘পিতা’। ‘মাঝরাতে চাঁদ-২’ লিখেছেন দলনেতা সাইদ হাসান টিপু। তিনি বলেন, ‘আমাদের ‘মাঝরাতে চাঁদ যদি’ গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। কনসার্টে এটি

পরিবেশনের অনুরোধই আসে বেশি। তাই এর নতুন পর্ব তৈরি করলাম। তবে আগেরটির বিপরীত ভাবনায় সাজানো হয়েছে গানটি। ’

অবসকিওরের বর্তমান লাইনআপ- টিপু (কণ্ঠ), রাজু (বেজ), শান্ত (গিটার), রিংকু (ড্রামস) ও শাওন (কি-বোর্ড)।

বাংলাদেশ সময় : ০০৪৫ ঘণ্টা, জুন ৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।