ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

দীপিকা এখন ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মে ৩০, ২০১৫
দীপিকা এখন ঢাকায় দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন ঢাকায়। আজ শনিবার (৩০ মে) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ফ্যাশন শোতে অংশ নিতে এসেছেন ২৭ বছর বয়সী এই তারকা।

এটাই দীপিকার প্রথম ঢাকা সফর। আয়োজক সূত্রে জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শনে বিকেল ৫টায় মহড়া করতে আসবেন তিনি। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

দীপিকা সম্প্রতি লাক্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এর অংশ হিসেবে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘অ্যা মেসমারাইজিং ফ্রাগ্র্যান্ট ইভেনিং’।

বাংলাদেশ সময় : ১৬২৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।